মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
কুমিল্লায় পূর্ব শত্রুতার জের ধরে পতিপক্ষের পুকুরে বিষ প্রয়োগে মাছ চাষীর প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে আদর্শ সদর উপজেলার আড়াইওরা মধ্যপাড়া এলাকায়।
এবিষয়ে ভুক্তভোগী মাছ চাষী মো. টুটুল জানান, ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি পুকুরপাড়ে আসেন। এসে দেখেন পুকুরে প্রচুর মাছ ভেসে উঠছে এবং চারপাশে কীটনাশকের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে তিনি হতভম্ব হয়ে পড়েছেন এবং কান্নাকাটি করেন।
তিনি কান্নারত অবস্থায় জানান, তিন বছরের জন্য সাড়ে চার লাখ টাকায় পুকুরটি লিজ নিয়েছেন তিনি। রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, কারফিউসহ নানা প্রজাতির মাছ ছাড়াও মাছের পোনা ও খাবারে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় করেছেন।
এখন পুকুরের সব মাছ মারা যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
টুটুল মিয়া সরাসরি অভিযোগ করে বলেন, গত ২৫ আগস্ট পুকুরের পাশে নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি ক্যামেরা কিছু লোকজন ভাঙচুর করে। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ধারণা, প্রতিহিংসার জের ধরেই একই পক্ষ এই বিষপ্রয়োগের ঘটনা ঘটিয়েছে।
ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় শুধু একজন মাছ চাষীই নয়, পুরো এলাকার মানুষেরও ক্ষতি হচ্ছে।
মাছ চাষী টুটুল মিয়া প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মাছ চাষি কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply