ময়মনসিংহে জামায়াতে ইসলামী অমুসলিম শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ-নুষ্ঠিত

আরিফ রববানী ময়মনসিংহ।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেনছেন“জামায়াতে ইসলামী কেবল মুসলমানদের দল নয়, বরং এটি একটি কল্যাণমুখী রাজনৈতিক সংগঠন। আমরা সব ধর্ম-বর্ণের মানুষের শান্তি, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করি। হিন্দু-মুসলিম সম্প্রীতি এই দেশের ঐতিহ্য, আর এই সম্প্রীতি রক্ষা ও সুসংহত করাই আমাদের মূল লক্ষ্য।তাই তিনি হিন্দু-মুসলিম সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।

শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় নগরীর ছোট বাজার সিটি ব্যাংক সংলগ্ন মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী অমুসলিম (সনাতনধর্মী) ময়মনসিংহ মহানগরী শাখা আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ মহানগর অমুসলিম শাখার সেক্রেটারি, উত্তম ভট্টাচার্য বলেন, “আমরা চাই সমাজে বৈষম্য ও বিভাজন দূর হোক। অমুসলিমদের অধিকার রক্ষায় জামায়াতের ভূমিকা জনগণের মাঝে আস্থা তৈরি করেছে।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অমুসলিম শাখা,ময়মনসিংহ মহানগরীর সেক্রেটারি
শোকন বিশ্বাস তার বক্তব্যে বলেন, “একটি সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে হলে রাজনৈতিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সবচেয়ে জরুরি। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করছে।”

সভাপতির বক্তব্য জামায়াতে ইসলামী অমুসলিম শাখা ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট দেবব্রত নাগ (ভুলু) বলেন, “জামায়াতে ইসলামী অমুসলিম শাখা সব সময় হিন্দু-মুসলিম ঐক্যের পক্ষে কাজ করে যাচ্ছে। জাতি-ধর্ম নির্বিশেষে আমরা সবাই একই সমাজের মানুষ, তাই ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশ এগিয়ে যাবে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলে সেখানে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের শিল্পীরা অংশগ্রহণ করেন। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয় সাধারণ মানুষও এতে যোগ দেন।এ অনুষ্ঠানকে ঘিরে ময়মনসিংহ মহানগরে হিন্দু-মুসলিম সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *