September 5, 2025, 6:51 pm
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়নের লোহাইড় ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ৮ ও ৯ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল
৫ টায় আয়োজিত এ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হামিদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহারাজপুর ইউনিয়ন শাখার আমীর মাওলানা নজরুল ইসলাম শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মেরিনার্স ফোরাম, ঢাকা -এর আমীর ও বাংলাদেশ মেরিনার্স সোসাইটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মোখলেছুর রহমান (লিটন) ঢালী, জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আঃ ওহাব মোল্যা, জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারী আল-মাসুদ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা শাখার আমীর ইমরান সরদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা শাখার সেক্রেটারী অধ্যাপক নাজিবুর রহমান।
বক্তারা বলেন, বিগত ৫৪ বছরে বিভিন্ন দল রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে লুটপাটে ব্যস্ত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দল থেকেও বিগত দিনে দুইজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। অণুবীক্ষণ যন্ত্র দিয়েও তাদের বিরুদ্ধে কোন দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। ভবিষ্যতেও আপনাদের ভোটে জামায়াত জয়ী হয়ে ক্ষমতায় গিয়ে সরকার গঠন করলে ইনশাল্লাহ কোন দুর্নীতিতে জড়াবে না। দেশের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ সকল মাদ্রাসার শিক্ষকদের বেতন রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হবে। এখানে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে, এ অঞ্চলের মানুষের ব্যাপক কর্মসংস্থান হবে, তখন আর মানব পাচারকারীর খপ্পরে পড়ে জীবিকার তাগিদে অবৈধপথে বিদেশে পাড়ি দিতে গিয়ে বেঘোরে প্রাণ হারানো সহ কাউকে সর্বস্বান্ত হতে হবে না। সরকারি-বেসরকারি চাকুরি নিতে আর কাউকে মোটা অংকের ঘুষ দিতে হবে না। দেশের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঠিকাদার প্রতিষ্ঠানকে আর কোন চাঁদা দিতে হবে না, আর চাঁদা না দেওয়া লাগলে উন্নয়ন কর্মকাণ্ড
যথাযথভাবেই গুণগত মান বজায় রেখে সম্পন্ন হবে। টেকসই ও মজবুত হবে স্থাপনা, যুগের পর যুগ দীর্ঘস্থায়ী হবে। পবিত্র কুরআন হাদিসের আলোকে ইসলামী শাসনতন্ত্র কায়েম করা হলে সমাজে চুরি- ডাকাতি-ছিনতাই, খুন-ধর্ষণ সহ সকল সামাজিক অপরাধের প্রবণতা কমে যাবে, গরিব-অসহায় মানুষ ন্যায়বিচার পাবে। দেশের সকল শ্রেণি-পেশার মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারবেন। তাই আগামী নির্বাচনে সকলেই ঐক্যবদ্ধ হয়ে জামায়াতকে বিপুল ভোটে জয়ী করে ইসলামী শাসনতন্ত্র কায়েম করবেন।
এ সময় ইঞ্জিনিয়ার ফিরোজ মোল্লা, ডাঃ মেহেদী হাসান, কৃষক *নাছিম দরানী, দিগনগর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলী আহম্মেদ, কবি শাহ আলম, ডাঃ
রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা ওলি মোল্লা, আবুল কাশেম মাতুব্বর, অ্যাডভোকেট সাইফুল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।