September 5, 2025, 7:22 pm
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জে ওজোপাডিকো’র এক (পিচ রেইট) কর্মচারীকে মারধর ও ছুরিকাঘাতে গুরুতর আহত করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ।
পরে এ সংক্রান্তে ভুক্তভোগীর স্ত্রী সুকুরন বেগম (৪০) গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টায় বাদীর স্বামী ভুক্তভোগী হারুন আর রশিদ, গোপালগঞ্জ ওজোপাডিকো’র একজন (পিচ রেইট) কর্মচারী। মাসিক বিদ্যুৎ বিলের কাগজ গ্রাহকের মাঝে বিতরণের উদ্দেশ্যে আরামবাগ মসজিদের সামনে ব্রিজের উপর পৌঁছালে সেখানে মাদকসেবনকারী ও মাদক ব্যবসায়ী আরিফ (৩৫) আমার স্বামীকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। এক পর্যায়ে আমার স্বামী প্রতিবাদ জানালে তাকে এলোপাথাড়িভাবে কিল, ঘুষি ও লাথি মারে এবং ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং ব্যাংকে জমা দেওয়ার জন্য বাম পকেটে গচ্ছিত ১ লক্ষ ২৫ হাজার টাকা জোর করে ছিনিয়ে নেয়। পরে স্বামীর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এলে এ বিষয়ে অভিযুক্ত আরিফ হুমকি দিয়ে এলাকা ত্যাগ করেন। পরে প্রত্যক্ষদর্শীরা আমার স্বামীকে অজ্ঞাত অটোতে করে গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করান। ছুরিকাঘাতে আমার স্বামীর বাম চোখের উপরে মারাত্মক যখম হয়েছে। জরুরী বিভাগে তাকে ভর্তি করে ক্ষতস্থানে একাধিক সেলাই দেওয়া হয়েছে। আমি গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে কঠিন বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত আরিফের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাক্ষাৎ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।