September 5, 2025, 7:22 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীর অধিকার, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য সদস্য ও ময়মনসিংহ মহানগরের আমির ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল । পাশাপাশি দুর্নীতি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াত বদ্ধপরিকর বলেও জানান তিনি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনি নির্বাচনী এলাকা ময়মনসিংহ সদরের ভাটি দাপুনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দাপুনিয়া সাংগঠনিক থানা শাখার উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । এতে শতাধিক মা ও বোনেরা ( পর্দার আড়ালে) সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দাপুনিয়া সাংগঠনিক থানার আমীর ডা. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহানগর জামায়াতে অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগরীর সভাপতি ও মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং দাপুনিয়া ইউনিয়ন এর জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রাণী ওয়ালিউল্লাহ মুজাহিদ, দাপুনিয়া সাংগঠনিক থানার সেক্রেটারি শহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমরুল বলেন, ‘দুর্নীতি দূর করতে হলে দরকার সৎ, আদর্শিক ও জবাবদিহিমূলক নেতৃত্ব। যারা তিনবার দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, তারা কখনও দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না।’
‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের জন্য আলাদা কর্মক্ষেত্র গড়ে তোলা হবে। ইসলামই একমাত্র নারীর পূর্ণ মর্যাদা ও অধিকার নিশ্চিত করেছে। জামায়াতে ইসলামী সেই ইসলামী রাষ্ট্রব্যবস্থার পক্ষেই কাজ করে’, যোগ করেন সিনিয়র এ জামায়াত নেতা।
তিনি আরও বলেন, ‘ভিন্ন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু হিসেবে নয়, রাষ্ট্রের সমান নাগরিক হিসেবে বিবেচনা করা হবে। সকলেই সমান সুযোগ ও মর্যাদা পাবে।’
দুর্নীতির বিরুদ্ধে জামায়াত সব সময় সোচ্চার উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী নেতা মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অথচ আজও তাদের বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগও কেউ প্রমাণ করতে পারেনি।’
এসময় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করা আহবান জানান এবং একই সাথে ময়মনসিংহ সদর এলাকাকে উন্নয়নে এগিয়ে নিতে ও স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত সদর উপজেলা প্রশাসনকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসাবে সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করেন।