May 4, 2025, 10:46 am
এম এ আলিম রিপনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে সুজানগরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সুজানগর পৌর শাখার উদ্যোগে শনিবার বিকাল ৫টায় বের হওয়া শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সুজানগর পৌর শাখার সভাপতি দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পদক আব্দুল মাজেদের সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিকদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল পাবনা জেলা শাখার সভাপতি(ভারপ্রাপ্ত) আলাউদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিশ্বাস। অন্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জু শেখ,বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ, সাবেক ছাত্রদল নেতা বাবু খঁান ,কৃষকদল নেতা ইয়ার আলী, ও উপজেলা ছাত্রদল নেতা মেহেদী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবি আদায় এবং দেশকে স্বাবলম্বী করার লক্স্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৩ মে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল প্রতিষ্ঠা করেন। ধনী-গরিবের বৈষম্য ভেঙে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা আমাদের স্বপ্ন। কাজেই দিবস উদযাপনের ঊর্ধ্বে উঠে শ্রমিকদের সত্যিকারের ভাগ্যোন্নয়নে আমাদের কাজ করতে হবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।