May 4, 2025, 11:25 am
এম এ আলিম রিপনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সুজানগর উপজেলা শাখার উদ্যোগে মহান মে দিবস পালন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য দেন শ্রমিকদল নেতা সাইদুর রহমান, রুবেল, রিপন শেখ,বিপুল হোসেন, সিদ্দিক হোসেন,সজিব,ছাত্রদল নো আলম মন্ডল ও শাকিল খান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ধনী-গরিবের বৈষম্য ভেঙে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা আমাদের স্বপ্ন। প্রতিবছরই সবাই ঢাক-ঢোল পিটিয়ে ১ মে শ্রমিক দিবস পালন করে। দিনশেষে আমাদের শ্রমিক ভাইবোনদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। কাজেই দিবস উদযাপনের ঊর্ধ্বে উঠে শ্রমিকদের সত্যিকারের ভাগ্যোন্নয়নে আমাদের কাজ করতে হবে। উল্লেখ্য,১৮৮৬ সালে মে মাসের ১ তারিখে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নেমে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন তঁাদের প্রতি সম্মান দেখাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এ দিবস পালন করা হয়। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে মহান মে দিবসটি জাতীয় ছুটির দিন হিসেবে স্বীকৃত। আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।