আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ও যুবলীগ নে-তা রাজন ভূঁইয়া গ্রে-ফতার

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার একাধিক ছাত্র-জনতার হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জলিল উদ্দিন ওরফে (রাজন) ভূঁইয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল। এর পরে র‍্যাব তাকে আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫ইং) দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র‍্যাব জানায়।

গ্রেফতারকৃত জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে (রাজন) ভূঁইয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে স্থানীয়রা জানান।

র‍্যাব জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যুবলীগ নেতা রাজন ভূঁইয়া আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, প্রাথমিকভাবে তথ্য যাচাই করে জানতে পারি, তার নামে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলাসহ অন্তত ২০টির মতো মামলা রয়েছে। যার মধ্যে ৪/৫ টি মামলা এখনো চলমান।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড্রন লিডার মোঃ নাজমুল ইসলাম। তিনি বলেন, লাশ পোড়ানোসহ একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি রাজন ভূঁইয়াকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আশুলিয়া থানা পুলিশ জানায় গ্রেফতারকৃত রাজন ভুঁইয়াকে থানায় হস্তান্তর করেছেন র‍্যাব-৪।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *