কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে ট্রাফিক আইনে ২১ মামলা দায়ের করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশে আজ রোববার (৩১ আগস্ট) শহরের লঞ্চঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুহাম্মদ সরোয়ার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বিশেষ এ অভিযানে অংশগ্রহণ করেন। বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত শহরের লঞ্চঘাট এলাকার ট্রাফিক চেকপোস্টে অভিযান পরিচালনা করেন তারা। অভিযানে আরও অংশগ্রহণ করেন গোপালগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ। উক্ত অভিযান পরিচালনা করে সর্বমোট ২১ টি মামলা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও ট্রাফিক আইন বাস্তবায়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

Leave a Reply