September 1, 2025, 12:05 am
এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাগর খন্দকার (৩০) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে সাগর খন্দকারের বিরুদ্ধে এ মামলা করেন। সাগর খন্দকার উপজেলার দুলাই ইউনিয়নের তেবিলা গ্রামের সেলিম খন্দকারের ছেলে। তিনি স্থানীয় চিনাখড়া বাজারের একজন কসমেটিকস ব্যবসায়ী।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী ও সাগর খন্দকার দুজন ঘনিষ্ট বন্ধু। এ সুবাদে ওই গৃহবধূর স্বামীর বাড়িতে নিয়মিত যাতায়াতের এক পর্যায়ে ওই গৃহবধূর প্রতি কু-দৃষ্টি পড়ে সাগরের। এর মধ্যে গত ৩ বছর পূর্বে ওই গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে মালয়েশিয়া পাড়ি জমায় এবং বর্তমানে সে সেখানেই অবস্থান করছে। এ সুযোগে গত ২৭ আগস্ট ভোর রাত ৪টার দিকে বাড়িতে অন্য কোনো লোকজন না থাকার সুযোগে সাগর খন্দকার একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের ওই বন্ধুর বাড়িতে গিয়ে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে জোড়পূর্বক ধর্ষণ চেষ্টা করে।
স্থানীয় এলাকাবাসী জানায়, পরকীয়া প্রেমের সূত্র ধরে এদিন গভীর রাতে ওই গৃহবধুর ঘরে সাগর খন্দকার প্রবেশ করলে স্থানীয়রা তাদেরকে হাতেনাতে আটক করে। পরে প্রভাবশালী একটি মহল আইনগত পদক্ষেপ গ্রহণে বাধা প্রদান করে অনৈতিক সুবিধা আদায় করে স্থানীয় সালীশের মাধ্যমে সাগর খন্দকারকে তার পরিবারের নিকট হস্তান্তর করে। আর ওই গৃহবধুকে তার স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বাবার বাড়ী পাঠিয়ে দেয়।
ঘটনার পর থেকে পলাতক থাকায় এ বিষয়ে অভিযুক্ত সাগর খন্দকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, মামলার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।