August 31, 2025, 8:34 pm
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে সাধারণ শিক্ষা ও কুরআন সুন্না’হর সমন্বয়ে ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট বেলা ১১ টায় ধামইরহাট পূর্ব বাজারস্থ আইডিয়াল মাদ্রাসা ভবনের ৩য় তলায় মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষার মান, অভিভাবকদের মতামত গ্রহণ ও মুল্যায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিভাবক মা ও বাবাদের মুল্যবান মতামত শ্রবণ করেন মাদ্রাসার উপদেষ্টা ও নজিপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছানাউল্লাহ নুরী, ইসলামী ব্যাংকের প্রধান শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার শফিউল আজম, মাদ্রাসার সেক্রেটারী ও বিশিষ্ট ব্যাংকার আবু তাহের, ধামইরহাট সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা এনামুল হক, পরিচালক কোরবান আলী, রিজওয়ান হোসেন, ভাইস চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম, উপদেষ্টা আমজাদ হোসেন, অভিভাবক আব্দুস সামাদ ও অধ্যক্ষ মো. মামুনুর রশীদ। মাদ্রাসা কর্তৃপক্ষ প্রাপ্ত মতামত প্রতিষ্ঠানের কল্যাণে বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য দুরবর্তী শিক্ষার্থী ও মেধার বিকাশ ঘটাতে প্রতিষ্ঠানটিতে চলতি আগস্ট মাস থকেই আবাসিক সুবিধা চালু করেছে মাদরাসা কর্তৃপক্ষ।