August 31, 2025, 9:06 pm
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //
নেছারাবাদে পথচারিদের দুর্ভোগ লাগবে নিজস্ব অর্থায়ন ও সেচ্ছাশ্রমে সংস্কার করা হচ্ছে এলাকার গুরুপ্তপূর্ন পুল,চার(সাকো)। শুক্রবার উপজেলার বলদিয়া ইউনিয়নের গুরুপ্তপূর্ন রাস্তাঘাট, অবহেলিত ভাঙ্গা পুল ও সাকো সংস্কারে কয়েক শতাধিক মানুষ ওই কাজে অংশ নিয়েছে। পর্যায়ক্রমে এভাবে নিজস্ব অর্থায়ন ও এলাকাবাসীর সেচ্ছাশ্রমে ওই ইউনিয়নের সব কয়টি ভাঙ্গা পুল ও রাস্তা সংস্কার করা হবে বলে জানাগেছে।
বলদিয়া ইউনিয়নের স্থানীয় যুব সমাজের আন্তরিক প্রচেষ্টা ও জনগন নিজস্ব অর্থায়নে এলাকার ভাঙ্গা পুল,জরাজীর্ন রাস্তা সংস্কারের কাজগুলো শুরু হয়েছে। শুক্রবার ইউনিয়নের ১নং ওয়ার্ডের বলদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত একটি জনগুরুপ্তপূর্ন ৬০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি পুলের নতুন ছাউনি দেয়া হয়েছে। পর্যায়ক্রমে ওই ইউনিয়নের আটটি ওয়ার্ডের আটটি পুল সংস্কার করা হবে। স্থানীয় জনগন ও জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে অগ্রাধিকারক্রমে সপ্তাহের প্রতি শুক্রবার সবার ছুটির দিনে ওই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সেচ্ছাশ্রমে অংশ নেয়া যুব সমাজেরা।
স্বরূপকাঠি সরকারি কলেজের ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মো: সাইফুল ইসলাম বলেন, আমাদের বলদিয়া ইউনিয়নের পুল রাস্তাঘাট সবচেয়ে অবহেলিত। এখানে উন্নয়নের কোন ছোয়া লাগেনা। উন্নয়নের অভাবে ক্রমেই এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই এলাকাবাসী দুর্ভোগ লাগবে আসন্ন সংসদ নির্বাচনে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশি। আমরা তার সমর্থক গোষ্ঠিরা একত্রিত হয়ে স্থানীয় জনগনের নিজস্ব অর্থায়নে সেচ্ছাশ্রমে এই কাজ করছি।
আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি ।