August 29, 2025, 6:56 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সং-ঘর্ষে সেনার সংবা-দ বিজ্ঞপ্তি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহে ফ্রী মেডিকেল ক্যা-ম্প সঞ্জীবন প্রকল্প’ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সহ-যোগিতার আ-শ্বাস বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অ-নুষ্ঠিত তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্র-স্তুতি সভা মসজিদ নির্মাণে বা-ধাঁ দেয়ার অভি-যোগে মা-নববন্ধন আশুলিয়ায় সাংবাদিক মাজেদুল এর উপর সন্ত্রা-সী হাম-লা ও হ-ত্যার চে-ষ্টায় থানায় অ-ভিযোগ কোটালীপাড়া পৌর কিচেন মার্কেট সম্প্রসারণ কা-জের শুভ উদ্বোধন করলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান সংবাদ প্র-কাশ করায় সাংবাদিকদের হু-মকি দেয়ার অ-ভিযোগ শিক্ষকের বি-রুদ্ধে সেনবাগ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ম-নোনীত হলেন ফখরুল ইসলাম রুবেল
সঞ্জীবন প্রকল্প’ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সহ-যোগিতার আ-শ্বাস

সঞ্জীবন প্রকল্প’ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সহ-যোগিতার আ-শ্বাস

এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা:

ঢাকা: বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে ‘সঞ্জীবন প্রকল্প’। গত ২৮ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এর সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এই প্রকল্পের বিভিন্ন সম্ভাবনার দিক তুলে ধরেন। প্রায় ৬০ লক্ষ সদস্যের জীবিকা উন্নয়নে এই প্রকল্পের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে বাহিনী প্রধান বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট (বিএডব্লিউটি) কর্তৃক পরিচালিত ‘সঞ্জীবন প্রকল্প’-এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে গভর্নরকে অবহিত করেন। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম আরও শক্তিশালী হবে। এর ফলে তৃণমূল পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য শুনে গভর্নর ড. আহসান এইচ মনসুর সন্তোষ প্রকাশ করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় ক্ষুদ্র ঋণ তহবিল দিয়ে সহায়তার আশ্বাস দেন। এছাড়াও, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সক্ষমতা বাড়াতে ডিজিটাল কোর ব্যাংকিং সিস্টেম চালুর লক্ষ্যে নতুন জনবল নিয়োগে দ্রুত সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও দেন তিনি।

‘সঞ্জীবন প্রকল্প’-এর মূল লক্ষ্য হলো আনসার ও ভিডিপি সদস্যদের মধ্য থেকে দক্ষ ও উদ্যোক্তা হতে আগ্রহী সদস্যদের বাছাই করে তাদের জন্য ক্ষুদ্র উদ্যোগ এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

প্রাথমিকভাবে, দেশের চারটি উপজেলায় ‘সঞ্জীবন প্রকল্প’-এর পাইলটিং কার্যক্রম এবং আর্থিক কাঠামো ও গভর্ন্যান্স প্রতিষ্ঠার অডিটিং আগামী মাস থেকে শুরু হবে। উপস্থাপনার সময় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন, সংগঠনের উপমহাপরিচালক মোঃ রফিকুল ইসলামসহ বাংলাদেশ ব্যাংক ও বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD