August 29, 2025, 6:56 pm
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মনোনীত হলেন,পরিছন্ন ছাত্রনেতা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: ফখরুল ইসলাম রুবেল।সেনবাগ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান ও গতিশীল করার লক্ষ্যে, ২৪ আগষ্ট রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভার সিদ্ধান্তক্রমে,
সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সম্মতিতে, দপ্তর সম্পাদক(সহ সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।উল্লেখ্য সেনবাগের উত্তর মোহাম্মদপুরের কৃতিসন্তান এই মো: ফখরুল ইসলাম রুবেল একজন পরিছন্ন ছাত্রনেতা হিসেবে দেড় যুগের ও বেশি সময় যাবত উপজেলা ও মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের রাজনীতিতে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।