August 29, 2025, 8:18 pm
মোঃ এমরান আলী রানা নাটোর প্রতিনিধি
নাটেরের সিংড়া উপজেলার
তাজপুর ইউনিয়নের তিনভিটা হিয়াতপুর মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রথম সাময়িক পরীক্ষা ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
তিনভিটা হিয়াতপুর মদিনাতুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ আব্দুল জব্বার মাস্টার এর সভাপতিত্বে অতিথি বৃন্দ কৃতি শিক্ষার্থী
হেফজ বিভাগ হইতে প্রথম স্থান পেয়েছে১ থেকে ৩০ পারা গ্রুপে মোঃ আব্দুল আলিম দ্বিতীয় মোঃ আবু ইউসুফ তৃতীয় মোহাম্মদ আবির হোসেন সহ সবার হতে ক্রেস্ট তুলে দেন।
উপস্থিত অতিথিবৃন্দ হাফেজ মোঃ রবিউল ইসলামপ্রধান শিক্ষক তিনহিয়াতপুর সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা আলহাজ্ব গোলাম মোস্তফা কোষাধক্ষ্য অত্র মাদ্রাসা মোঃ বাবু প্রামানিক সদস্য অত্র মাদ্রাসা মোঃ জালাল উদ্দিন প্রধান শিক্ষক তিনভিটা হিয়াতপুর প্রাথমিক বিদ্যালয় মাওলানা মিজানুর রহমান ইমাম ও খতিব রাখালগাছা জামে মসজিদ মাওলানা মহিউদ্দিন জাহাঙ্গীর ইমাম ও খতিব মাহমুদপুর জামে মসজিদ মাওলানা শাহজালাল উদ্দিন ইমাম ও খতিব হিয়াতপুর জামে মসজিদ মাওলানা জয়নাল আবেদীন, আলহাজ্ব হাসেন সরদার মোঃ আব্দুস সাত্তার মোঃ সোহরাব মাঝি প্রমুখ।
মোঃ এমরান আলী রানা
নাটোর।