April 27, 2025, 3:44 pm
সুজানগর প্রতিনিধি : সুজানগরে কঁাচারীপাড়া যুব ক্রীড়া সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী কঁাচারীপাড়া স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় বাগানপাড়া ফুটবল একাদশ কে ২-১ গোলে পরাজিত করে কঁাচারীপাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজানগর থানা অফিসার ইনচার্জ মজিবর রহমান,উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার নায়েবে আমীর ও পদ্মা কলেজের অধ্যাপক ফারুক-ই আযম সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহাব উদ্দিন এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন।কাচারীপাড়া যুব ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক নাবিল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপজেলা ছাত্রদল নেতা ও কাচারীপাড়া যুব ক্রীড়া সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সবুর জয়, চঞ্চলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি যুবক ও কিশোরদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকা- থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই।
সুজানগর প্রতিনিধি।।