August 28, 2025, 11:43 pm
শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় হেলভেটাসের সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ-এর বাস্তবায়নে পরিচালিত “ইভলভ” প্রকল্পের সমাপ্তি এবং কার্যক্রম টেকসই করার লক্ষ্যে এক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন ফিল্ড ফ্যাসিলিটেটর চুমকি রায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রণজিৎ কুমার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হানিফ, যুব উন্নয়ন কর্মকর্তা একে এম ইকতিয়ার উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী শুভংকর মন্ডল।
এছাড়া সিএসও প্রতিনিধি সুফিয়া বেগম, মো. খলিলুর রহমান, সুমন জোমাদ্দার এবং উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম প্রমুখ কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রকল্পের ভবিষ্যৎ টেকসইতা এবং এলাকার সার্বিক উন্নয়নে এর প্রভাব নিয়ে আলোচনা করেন।