August 28, 2025, 11:54 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সেলিম রেজা হাবিবের নে-তৃত্বে বি-শাল গ-ণমিছিল তাঁতিবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদা-য় সংবর্ধনা অনুষ্ঠিত দোয়ারাবাজার সীমান্তে ৬ রা-উন্ড গু-লিসহ বি-দেশি রি-ভলবার উ-দ্ধার গোদাগাড়ীতে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভি-ভাবকদের মত-বিনিময় সভা অনুষ্ঠিত শারীরিকভাবে অ-ক্ষম ব্যক্তিকে ভ্যানগাড়ি ও বিক্রয়ের জন্য মালা-মাল দিলেন ইউএনও ফয়সাল নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রে-ফতার নড়াইলে ইয়া-বা ট্যাবলেটসহ দুইজন গ্রে-ফতার আনসার কোম্পানিতে নতুন প্রাণের সঞ্চার : প্রশি-ক্ষণ ও সং-স্কারে দেশসেবার অ-ঙ্গীকার ঐতিহাসিক পাকুড়িয়া গণহ-ত্যা দিবস উদযাপন প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হা-মলার ঘটনায় গোবিপ্রবি উপাচার্যের নি-ন্দা
ময়মনসিংহ সদরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেধা অ-ন্বেষণ ও অব-কাঠামো উন্নয়নে মতবিনিময় সভা

ময়মনসিংহ সদরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেধা অ-ন্বেষণ ও অব-কাঠামো উন্নয়নে মতবিনিময় সভা

আরিফ রববানী ময়মনসিংহ।।

ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উপজেলা পর্যায়ে মেধা অন্বেষণ (ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব এবং যুক্তি ও গণিত মঞ্চ) প্রতিযোগিতা অবকাঠামোগত উন্নয়ন ও বৃত্তি পরীক্ষা-২০২৫ আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন-ময়মনসিংহ সদরে প্রাথমিক স্তরের শিক্ষার মানোন্নয়নে মেধা অন্বেষণ ও অবকাঠামোগত উন্নয়নের উপর জোর দিতে হলে শিক্ষক-অভিভাবক-প্রশাসন সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারিভাবে অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার প্রয়োজন হলে তাই করা হবে, এসময় তিনি মেধা অন্বেষণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং শিক্ষক-অভিভাবক কমিটির মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করারও আহবান জানান। তিনি প্রাথমিক স্তরের শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে, মেধা অন্বেষণে শিক্ষার্থীদের মধ্যে থাকা মেধা খুঁজে বের করে এবং তাদের বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন এবং একই সাথে অবকাঠামোগত উন্নয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোর ভৌত অবকাঠামোগত মান উন্নয়ন করা, যেমন নতুন ভবন নির্মাণ, পুরোনো ভবন সংস্কার, এবং শ্রেণিকক্ষ ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর আহবান জানান। বিদ্যালয়গুলোর অবকাঠামোর বর্তমান অবস্থা মূল্যায়ন এবং উন্নয়নের জন্য নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন এর সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা পারভীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য- সহকারী শিক্ষা অফিসার মোজাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স আরো বলেন- মানসম্মত শিক্ষা সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য শিশুদের সক্ষম করে তোলা। শিক্ষকরা শিশুদেরকে মুখস্ত না করিয়ে তারা যেন মাতৃভাষায় বলতে, পড়তে, লিখতে ও গণিত করতে সে বিষয়টি নিশ্চিত করবেন। যদি শিশুরা পারে তাহলে বুঝবেন আপনি সর্বোচ্চ করে দিয়েছেন। এরপর সে নিজে নিজেই সর্বোচ্চ পর্যায়ে লেখাপড়া করতে পারবে। প্রধান শিক্ষক তার স্কুলের শিক্ষার মানোন্নয়নে টার্গেট ঠিক করবেন। শিশুদের টার্গেট সে যেন মাতৃভাষায় লিখতে পড়তে বলতে পারে, গণিত করতে পারে, কিছুটা ইংরেজি পারে। আমরা সহায়তা করব।মাতৃভাষায় দক্ষ হলে সহজেই ইংরেজিসহ বিদেশি ভাষা শিখতে পারবে। শিক্ষকের দায়িত্ব পড়াশোনার মান বৃদ্ধি করা, তাহলে অনেক সমস্যা কেটে যাবে। সকলে নিজ নিজ ক্ষেত্রে উদ্যোগী হলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করতে পারব।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন-আগামী দিনে মেধাবী জাতি তৈরী করতে প্রাথমিক শিক্ষার গুণগত মানকে বৃদ্ধি করার লক্ষে ময়মনসিংহ সদরে যেখানে যা কিছু প্রয়োজন তাই করা হচ্ছে। যে স্কুলের ভবন নাই সেখানে ভবন করা হচ্ছে, যে স্কুলের রাস্তা নাই সেখানে রাস্তা করা হচ্ছে। উপজেলা পর্যায়ে মেধা অন্বেষণ প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করা হবে। যে কারণে ক্লাব করা হয়েছে। ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব এবং যুক্তি ও গণিত মঞ্চ নামে দুটি ক্লাব করা হয়েছে। যেখানে ইংরেজীতে ৩ জন অংকে ৩ জন মোট ৬ জন করে মেধাবীরা তালিকাভূক্ত হবেন। এভাবে উপজেলা পর্যায়ে মেধা অন্বেষণ করা হবে।

এসময় তিনি বলেন-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমস্যা কোথায়? কিভাবে উন্নয়ন করা যায় -সে বিষয়ে তিনি প্রধান শিক্ষকদের সুনির্দিষ্ট মতামত দেওয়ার আহবান জানান। এসময় তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়নের প্রয়োজনে শিক্ষককে তালিকা পাঠানোর আহবান জানান।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা হুসনে আরা, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সপেক্টর হায়দার জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডাঃ তাজরিন আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম,হার্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম,খাগডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাত মহল,নামা কাতলাসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম,

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজ সেবা অফিসার মাকসুদা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মেরিনা সুলতানা,মো: হারুন সিকদার,রুবি খান,আশীষ কুমার তরফদার,মিতালী বণিক,মো: সাদ্দাম হোসেনসহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD