January 15, 2025, 10:33 am
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে মনোনয়ন পত্র বিক্রির শেষ দিনে মনোনয়ন পত্র কিনলেন মোঃআশরাফ আলী ভোটার নং৪৭৯,মোঃশাহজালাল ভোটার নং৪০৪ ,হীরা মোমজাজ ভোটার নং২৩০,মোঃমাহাবুবুর রহমান ভোটার নং১৪০,মোঃআক্তার হোসেন ভূইয়া ভোটার নং৪৭৫ সংরক্ষিত মহিলা সদস্য জেনি আক্তার ভোটার নং ৪৪৯।
আজ ২৯শে সেপ্টেন্বর বৃহস্সতি বার সকালে ১০:৩০মিনিটে রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কৃঞ্চ মন্ডলের কাছ থেকে তিনি এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
সূত্রে জানা যায়, আজ একজন সংরক্ষিত মহিলা সদস্যসহ ৬ জন সাধারন সদস্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে ১৭ তারিখে।
ভোট গ্রহণ হবে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। এবারেরর নির্বাচনে ৫৮১ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। সর্বশেষ রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ে নির্বাচন ২০১৮ সালে অনুষ্ঠিত হয়।
আগামী ১৭ই অক্টোবরে সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নিশ্চিত করে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, যাচাই বাছাই এর শেষ দিন ২ অক্টোবর ও মনোনয়ন পত্র প্রত্যাহার ও তালিকা প্রকাশের শেষ দিন ৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ শিক্ষক সদস্য পদে তিন জন বিনা প্রতিদন্দ্বিতায় নিবার্চিত হয়েছেন এরা হলেন একে এম মোসাদ্দেদ হোসেন ,মোঃমাহতাব উদ্দিন ও সংরক্ষিত মহিলা সদস্য জাহানারা বেগম ।