August 26, 2025, 9:13 pm
হেলাল শেখঃ বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম (ডিবি) প্রধান হিসেবে নিযুক্ত হওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
জানা গেছে, রাজশাহী বিভাগের বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কৃতি সন্তান ডিআইজি মো: শফিকুল ইসলাম। তিনি বাংলাদেশ পুলিশের একজন সৎ, দক্ষ, মেধাবী, কর্মঠ ও চৌকস পুলিশ কর্মকর্তা। মো: শফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করে ১৯৯৯ সালে অনুষ্ঠিত ১৮তম বিসিএস এ বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
শফিকুল ইসলাম (শফিক) কর্মজীবনের শুরুতে ২০০০ সালে লক্ষীপুর জেলায় সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এরপর থেকে সেখানে দক্ষতার সাথে ৯ মাস দায়িত্ব পালনের পর চট্টগ্রাম মেট্রোপলিটনে এ্যাসিসটেন্ট পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন। সেখানে ২ মাস কর্মরত ছিলেন শফিকুল ইসলাম। সেখান থেকে ২০০২ সালে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তে যোগদান করেন। ডিবিতে ২০০৭ সালের মার্চ মাস পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে ৫ বছর কর্মরত ছিলেন। এরপর তিনি সারদা পুলিশ একাডেমিতে ২মাস এ্যাডিশনাল এসপি (ট্রেনিং) এ দায়িত্ব পালন করেন। এরপর ২০০৭ সালের জুন মাসে জাতিসংঘ মিশনে লাইবেরিয়া’তে চলে যান। মিশন থেকে এসে ২০১০ সালে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হোন। তিনি ২০১০ সালে আবারও জাতিসংঘ মিশনে লাইবেরিয়া যান। ২০১৩ সালে পদোন্নতি পেয়ে তিনি সিলেট মেট্রোপলিটন এ পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেন। ২০১৪ সালে তিনি ৩য় বারের মতো জাতিসংঘ মিশনে আইভরি কোস্ট এ যান। আইভরি কোস্ট থেকে মিশন শেষ করে পুলিশ সুপার (এসপি) হিসেবে বাংলাদেশ হাইওয়ে পুলিশে যোগদান করেন। এরপর ২০১৯ সালে বাংলাদেশ নৌ-পুলিশের এসপি’র দায়িত্ব পান। ২০২১ সালে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌ-পুলিশে অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড অপারেশনস) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। এরপর তিনি বাংলাদেশ হাইওয়ে পুলিশে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে দায়িত্বরত ছিলেন। এখন বাংলাদেশ পুলিশ বাহিনীর গোয়েন্দা ডিবি প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন।
জনাব শফিকুল ইসলাম অপরিসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে (পিপিএম) এবং ২০২০ সালে (বিপিএম) পদক লাভ করেন।
ব্যক্তিগত জীবনে মো: শফিকুল ইসলাম শফিক ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক। তার স্ত্রীর নাম সুমাইয়া পারভীন। তিনি উত্তরবঙ্গের মানুষের অহংকার, পুলিশ বাহিনীর গর্ব।