August 26, 2025, 9:12 pm
হেলাল শেখঃ নরসিংদী জেলার শিবপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা, তিন প্রেমিকের হাত ধরে পালালো একই পরিবারের ৩ মেয়ে, সম্পর্কে তিন চাচাতো বোন।
স্থানীয়রা জানান, শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের একই পরিবারের তিন চাচাতো বোন গত বৃহস্পতিবার বিকেলে প্রেমিকদের হাত ধরে পালিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বোনের প্রত্যেকের বয়স ১৫-১৬ বছর। তাদের প্রেমিকদের বাড়ি একই ইউনিয়নের আক্রাশাল, কুন্দারপাড়া ও শ্রীফুলিয়া গ্রামে। খবরটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়েছে। পরিবার ও স্থানীয়রা নিখোঁজ তিন বোনের সন্ধানে তৎপরতা চালাচ্ছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে কি না, জানতপ চাইলে থানা পুলিশ জানায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিন ভিকটিমের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি বলে তাদের পরিবারের দাবি।