August 26, 2025, 3:59 pm
কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে তিনি সরকারি কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর এর উদ্বোধন করেন। গোপালগঞ্জ জেলা পরিষদের বাস্তবায়নে উক্ত কলেজ ক্যাম্পাসে এ মসজিদ নির্মাণ হবে বলে জানা গেছে।
এ সময় গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, উপাধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ মহব্বত আলী, গোপালগঞ্জ পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান সহ কলেজের অন্যান্য শিক্ষকগণ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।