August 26, 2025, 4:10 pm
রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন নবগ্রাম মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোঃ রমজান তালুকদারের উপর হামলার প্রতিবাদে নবগ্রাম মডেল হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করে। ২৬ আগষ্ট সকাল ১১টায় বরিশাল-নবগ্রাম সড়কের নবগ্রাম মডেল হাই স্কুল এন্ড কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
এ বিষয় আহত রমজান তালুকদারের বাবা বলেন, আমার ছেলে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসাধীন রয়েছে তার অবস্থা খুবই খারাপ। আমার ছেলের উপরে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আমি মামলা করব।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন, আমরা মানববন্ধন করব এ খবর শুনে অধ্যক্ষ মোঃ আকতার হোসেন আমাদের মানববন্ধন না করার জন্য বাধা প্রদান করেন।
এ বিষয়ে অধ্যক্ষ আক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আহত শিক্ষার্থীর বিষয় সভাপতিদের সাথে আলাপ করেছি তিনি দু একদিন পরে আসবে এবং বিষয়টি দেখবেন। মানববন্ধনের বাধার বিষয় তিনি বলেন, এগুলো মিথ্যা এরকম কোন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মনিরুজ্জামান বলেন এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইননীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানাযায়, পূর্বের সত্রুতার জেরে গত ২৪ আগষ্ট রবিবার রমজান ও তার কলেজ পড়ুয়া বন্ধুরা মিলে বেতরা এলাকায় ঘুরতে যায়। এবং তারা ঘোরাঘুরির মাঝে সবাই মিলে ছবি তুলছিলো। বিষয়টি বেতরা এলাকার সিফাত দেখতে পেয়ে তার ভাই মাইনুল ও আত্মীয় সহ আরো ১৫/২০জন মিলে দেশীয় অস্ত্র দা, শাবল, জিআইপাইপ, বাঁশ নিয়ে ধাওয়া করে মারধর করে। রমজানের সাথে থাকা আমি সহ আমাদের বন্ধুরা সবাই কমবেশি আহত হলেও রমজান গুরুতর আহত হয়। আহত অবস্থায় এলাকাবাসী রমজানকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল রেফার করে। আহত রমজান নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামের আলাউদ্দিন তালুকদারের ছেলে ।