August 26, 2025, 4:33 pm
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠি জেলা ছাত্রদলের অনুমোদনে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন কে.এম নাঈম হিমেল, সিনিয়র সহ-সভাপতি মোঃ জুবায়ের তালুকদার, সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী এবং সাংগঠনিক সম্পাদক রাতুল সিকদার।
একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুজন খান বলেন, কেন্দ্রীয় নেতাদের দায়িত্বশীল সমন্বয় ও গভীর বিশ্লেষণের পর রাজপথে দলের দুঃসময়ে যারা সক্রিয় ছিলেন, তাদের মূল্যায়ন করেই এই কমিটি গঠন করা হয়েছে। যেহেতু এটি কলেজ কমিটি, তাই স্বাভাবিকভাবেই এখানে নেতৃত্বে নতুনত্ব থাকবে। আমি বিশ্বাস করি, জেলা সভাপতি ও সম্পাদক একটি সুন্দর ও যথোপযুক্ত কমিটি উপহার দিয়েছেন।