দু-র্ভোগে পখিরা মোল্লা কান্দির মানুষ: রাস্তার উন্ন-য়নের দাবিতে মা-নববন্ধন

আরিফুর রহমান,মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পখিরা মোল্লা কান্দি এলাকার ভেঙে যাওয়া রাস্তার উন্নয়ন কাজের আশ্বাস বহুবার পাওয়া গেলেও এখনো শুরু হয়নি। ফলে চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

এ অবস্থার প্রতিবাদে এবং দ্রুত রাস্তাটির সংস্কার কাজ শুরু করার দাবিতে সোম (২৫ আগস্ট ২০২৫) সকাল ১১টায় এলাকাবাসীর আয়োজনে পখিরা মোল্লা কান্দিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ভুক্তভোগী স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বারবার আশ্বাস দিলেও উন্নয়ন কাজের কোনো উদ্যোগ দেখা যায়নি। চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তার কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী, কর্মজীবী মানুষসহ সর্বস্তরের জনসাধারণ।

পখিরা যুব কল্যাণ সংগঠনের সভাপতি শাহ্ মোহাম্মাদ রোমান আহমাদ পখিরা জানান, “আমরা বহুবার বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিয়েছি, অনুরোধ জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তাই বাধ্য হয়ে এলাকার মানুষ মানববন্ধনের মতো কর্মসূচিতে নেমেছে। আমরা এলাকাবাসী চাই দ্রুত সময়ের মধ্যে আমাদের এই ফটোটি সংস্কার করে মানুষের চলাচলের সুব্যবস্থা করা হোক ।”
এ সময় মানববন্ধনে অত্র এলাকার ভুক্তভোগী জনসাধারণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করবেন।

আরিফুর রহমান মাদারীপুর ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *