সাভারে মেলার আ-ড়ালে অ-সামাজিক কার্যকলাপ, উচ্চ শব্দে ব-ক্স বাজানোয় অতি-ষ্ঠ এলাকাবাসী

হেলাল শেখঃ ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নৌকা প্রদর্শন করে মেলার আড়ালে অসামাজিক কার্যকলাপ চলমান রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া রাতভর উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোয় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।

সোমবার (২৫ আগষ্ট ২০২৫ইং) সকালে স্থানীয়রা জানান, এসব মেলায় অশ্লীল নাচ-গানসহ নানা অসামাজিক কার্যক্রম চলে, যা কিশোর-যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। পাশাপাশি অতিরিক্ত শব্দ দূষণে বৃদ্ধ, শিশু ও অসুস্থরা ভোগান্তিতে পড়ছেন।

এলাকাবাসীর দাবি, রাত গভীর পর্যন্ত উচ্চ শব্দে বক্স বাজানোর কারণে তাদের ঘুমের ব্যাঘাত ঘটছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায়ও মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে।

মানুষের স্বাস্থ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন এসব বিষয়ে নীরব ভূমিকা পালন করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

মেলা মালিক সমিতির সভাপতি আসাদ বলেন, সবাইকে ম্যানেজ করেই মেলা চালানো হয় পুলিশ প্রশাসনকে মৌখিক ভাবে জানিয়ে অনুমতি নিয়েই তাদের ব্যবসা চালানো হয়।

উক্ত ব্যাপারে সাভার ও আশুলিয়া থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার ভুক্তভোগীরাসহ সচেতন মহল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *