কে এম সোয়েব জুয়েল,
গৌরনদী প্রতিনিধি।
গৌরনদীতে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও বাল্যবিবাহের কুফল বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে শিক্ষার্থীরদর নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরনদী উপজেলা প্রশাসনের সহায়তায় ক্যাম্পেইনের আয়োজন করেন মানুষ মানুষের জন্য যুব সংগঠন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল কান্তি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি, তিনি তার বক্তব্যে বলেন, “ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা। আমাদের প্রত্যেকের ঘরবাড়ি, আঙিনা ও আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা জরুরি। সামান্য অসচেতনতাই বড় বিপদের কারণ হতে পারে। অন্যদিকে, বাল্যবিবাহ শুধু একটি মেয়ের শৈশব কেড়ে নেয় না, তার শিক্ষাজীবন, শারীরিক স্বাস্থ্য ও ভবিষ্যৎকেও ঝুঁকির মধ্যে ফেলে। এ কুফল থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হলে পরিবার ও সমাজের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, তিনি তার বক্তব্যে বলেন “ডেঙ্গু প্রতিরোধ ও বাল্যবিবাহ রোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষকে সচেতন করার সবচেয়ে বড় মাধ্যম হলো প্রচার-প্রচারণা। গণমাধ্যমের দায়িত্ব হলো সমাজে এ বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনা, আর সাধারণ মানুষকে এগিয়ে এসে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাক্তার গৌরব মজুৃমদার, সাংবাদিক সোলায়মান তুহিন, গৌরনদী ফায়ার সার্ভিস এর সাব অফিসার মো. মাহবুব আলোম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগতিক বক্তব্য দেন মানুষ মানুষের জন্য যুব সংগঠনের সভাপতি মো. শামিম সরদার। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিমন, সাংগঠনিক সম্পাদক জাহিদ সরদার, সহ-সভাপতি জাহিদ বেপারীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক মাসুদ করিম। শুরুতে পবিত্র কুরআন ও গীতা থেকে পাঠ করা হয়।
গৌরনদীতে ডে-ঙ্গু ও বা-ল্যবিবাহ প্র-তিরোধে সচেতনতা ক্যাম্পেইন

Leave a Reply