August 22, 2025, 3:02 pm
মোঘল সুমন শাফকাত, বরিশাল প্রতিনিধি।।
বরিশালের বানারীপাড়ায় উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০ টায় দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফেরীঘাটে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার,পৌর বিএনপির সভাপতি শাহ ইমরান, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল,
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন , বানারীপাড়ায় বসন্তের কোকিল ও কিছু ঘুঘু ঘুরঘুর করছে যাদের অস্তিত্ব বিগত দিনে এ জনপদে ছিলোনা তারা আরও বলেন সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন ঠাঁই এখানে হবেনা। শান্তি প্রিয় জনগনকে সঙ্গে নিয়ে ওইসব অস্ত্রবাজদের প্রতিহত করা হবে। উল্লেখ্য গত বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উদয়কাঠি ইউনিয়নে বিএনপি নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হন। এর প্রতিবাদে শুক্রবার (২২ আগস্ট) সকালে পৌর শহরে এ সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।