August 22, 2025, 3:05 pm
ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ।।
উপকূলীয় এলাকায় নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও ১৮ মাইল থেকে পাইকগাছা-কয়রার প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে পাইকগাছা-কয়রা নাগরিক ফোরামের আয়োজনে গদাইপুর বাজারে মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খুলনা-৬ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।অ্যাডভোকেট সরোয়ার মাহবুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলনেতা গাজী ইসতেহাক, সাংবাদিক আব্দুল মজিদ, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ ফারুক হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম নিরব, মাহফুজুর রহমান, ইউপি সদস্য জাভেদ আলী, ওয়াহিদুজ্জামান মিন্টু, কৃষকদল নেতা শাহাবুদ্দিন, কাজী মোস্তফা ও জয়নাল কাজী।
বক্তারা অবিলম্বে রাস্তা সংস্কার ও টেকসই বেড়ীবাঁধ নির্মানের জোর দাবী জানান।
বিএনপি নেতা ডাঃ আব্দুল মজিদের পাইকগাছার ক্ষতিগ্রস্ত কালিনগর ওয়াপদার বেড়িবাঁধ পরিদর্শন
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধ।।
খুলনার পাইকগাছার দেলুটির ভাঙ্গনকবলিত কালিনগর ওয়াপদার বেড়িবাঁধ পরিদর্শন করেছেন খুলনা – ৬ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করে ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কে তাগিদ দেন। এসময় তিনি বলেন বিএনপি ক্ষমতায় আসলে পাইকগাছা কয়রার কোন অবহেলিত থাকবে না। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে উপকূলীয় জনপদের মানুষের প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা নিশ্চিত করা হবে। এসময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট সাইফুদ্দিন সুমন,মোস্তাকিম, কামাল হোসেন,আবু হুরায়রা বাদশা,সুফিয়ান গোলদার, শহিদুর রহমান, আসাদুজ্জামান কেরামত, আবু হানিফ মিলন,মোশাররফ হোসেন, বাদশা মিয়া,আরমান হোসেন, জাকারিয়া, আব্দুর রশিদ মোড়ল,শেখ মাহফুজ আহসান হাবিব,খালিদ গাজী,মামুন গাজী,আজিজুল গাজী,আজিজুর খা,আল আমিন সানা, ইলিয়াস শেখ,ওসমান গাজি,সাহেব আলি গাজী,আফসার গাজী,সাইদুল মোল্লা, আরাফাত মোল্লা, আতিয়ার রহমান,আব্দুল হান্নান মোড়ল,সাইফুল বিশ্বাস,আনোয়ার হোসেন, ইব্রাহিম সরদার, শেখ সবুজ, শেখ টিপু সুলতান, নিরব হাসান,শাকিব শেখ,মাহবুর সরদার,আবু হানিফ, ইমোন শেখ,আরিফ শেখ,আলম সরদার,শাকিল শেখ,আব্দুর রহমান গাজী,সাইদ শেখ, পার্থ প্রতিম মল্লিক, বাপ্পি মোল্লা,ফয়সাল গাজী ও মোস্তফা গাজী।
ইমদাদুল হক
পাইকগাছা, খুলনা