August 21, 2025, 4:37 pm
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের চরবয়রা গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী, টানা ২৬ বছরের জেলা আমীর, বর্তমানে ফরিদপুর আঞ্চলিক কমিটি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট আজমল হোসেন সরদার -এর পক্ষে এক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে আয়োজিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী এ্যাড. আজমল হোসেন সরদার।
উক্ত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ পৌরসভার আমীর মাওলানা এনামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি আল মাসুদ খান। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বক্তারা এ্যাডভোকেট আজমল হোসেন সরদার সাহেবের দীর্ঘদিনের নেতৃত্ব, ত্যাগ-তিতিক্ষা ও জনসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁর বিজয়ের জন্য সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।