August 21, 2025, 5:06 pm
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন কোটালীপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় থানা কমপ্লেক্সে ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত (১১ আগস্ট) তিনি কোটালীপাড়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক ও চুরি সহ নানা সমস্যা তুলে ধরে তা সমাধানের পরামর্শ দেন।
পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে নবাগত ওসি হাফিজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা ও অপরাধ নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। অপরাধ দমনে সাংবাদিকরা সবসময় পুলিশের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। বস্তনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে একজন সাংবাদিক মানবিক সমাজ গঠন ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নির্মূলে পুলিশ-সাংবাদিক এক হয়ে কাজ করবে।
এসময় উপস্তিত ছিলেন কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এস.আই মামুনুর রশিদ। অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক কামাল হোসেন, সুবল চক্রবর্ত্তী, মোল্ল্যা মহিউদ্দিন, মাহাবুব সুলতান, কাজী পলাশ, রনি আহমেদ, মনিরুজ্জামান শেখ জুয়েল প্রমুখ।