August 21, 2025, 5:36 pm
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলা ও মহানগরের সীমান্তবর্তী রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ডগরী যাওয়ার আঞ্চলিক সড়কে অবস্থিত জয়দেবপুর থানার রাত্রিকালীন পুলিশ চেকপোস্টের টিন খুলে নিয়ে গেল চোর চক্র।
গত (১৩) আগস্ট ভোরে টিন খুলে নিয়ে যাওয়ার ঘঠনায় গাজীপুরে পুলিশের চেকপোস্টের টিন খুলে নিলো চোর শিরোনামে একাধিক মিডিয়ায় সংবাদ প্রচার হয় এবং পুলিশের দায়িত্ব অবহেলার আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ও থানা পুলিশ নড়ে চড়ে বসেন।
পরে ঘঠনার এক সাপ্তাহ পরে বুধবার (২০) আগস্ট রপ্তানি কারক পোশাক কোম্পানি এন এ জেড বাংলাদেশ নিজ অর্থায়নে এলাকাবাসীর সহযোগিতায় চেকপোস্ট টি সংস্কার করে দেন।
এ পথে চলাচলকারীদের অভিযোগ, এই সড়কে বেশ কিছু পোশাক কারখানার হাজার হাজার গাড়ী ও শ্রমিক রাতদিন চলাচল করেন। অতীতে রাস্তায় গাছ ফেলে বেশ কিছু ডাকাতির ঘটনার পর এলাকাবাসীর উদ্যোগে একটি চেকপোস্ট বসানো হয়। তবে, চেকপোস্ট বসানোর পর প্রথম কিছুদিন পুলিশকে দেখা গেলেও পরে আর তাদের নিয়মিত চেকপোস্ট পরিচালনা করতে দেখা যায়নি এবং
পুলিশের অবহেলার কারণেই চোরচক্র সুযোগ বুঝে টিনগুলো নিয়ে গেছে।
একাধিক পোশাক শ্রমিকরা জানান, এই এলাকাটি ঘন জঙ্গল থাকায় রাতে বাসায় ফেরার সময় ঝোপঝাড়ে লুকিয়ে থাকা চোর-ছিনতাইকারীরা চাকু বা দা দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। বিশেষ করে বেতন প্রদানের সময় ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়।
তারা আরো বলেন, শ্রমিকদের কথা চিন্তা করে একটি বেসরকারি কোম্পানি চেকপোষ্ট ঠিক করে দেওয়ায়, পুলিশ নিয়মিত চেকপোস্ট পরিচালনা করতে পারবে এবং আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারব।
ইজিবাইক চালকরা জানান, এই রাস্তায় গাছ কেটে গাড়ির সামনে ফেলে টাকা-পয়সা ও গাড়ি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। পুলিশের চেকপোস্ট দেওয়ার পরও কয়েকদিন পরপর ডাকাতি হচ্ছে। ডাকাতি হয় এমন স্থান গুলোতে পুলিশ না থেকে সিটপাড়া বটতলা এলাকায় থাকায় ডাকাত চক্র সুযোগ বুঝে গাছ ফেলে ডাকাতি ঘটনা ঘটাচ্ছে।
স্থানীয়রা জানান, বেশ কিছু ডাকাতির ঘটনার পর জয়দেবপুর থানার তৎকালীন ওসি ও সদর সার্কেল কে এলাকাবাসী একটি চেকপোস্টের দাবি জানান। পরে পুলিশের অনুমতিক্রমে যুবসমাজকে নিয়ে এই চেকপোস্ট করা হয়। কিন্তুু দুঃখজনক পুলিশ কিছুদিন চেক পোস্ট পরিচালনা করলেও পরে তাদের নিয়মিত চেকপোস্ট পরিচালনা করতে দেখা যায়নি এর ফলে টিন গুলো চুরি হয়ে যায় এবং এ পথে চলাচলকারী ও পোশাক শ্রমিকরা রাতে চলাচল করতে ভয় আতঙ্কে পড়ে যায়।
তারা আরো বলেন, এলাকাবাসী ও পোশাক শ্রমিকের কথা চিন্তা করে একটি বেসরকারি কোম্পানি এন এ জেড বাংলাদেশ লিমিটেড নিজ অর্থায়নে চেকপোষ্ট টি সংস্কার করে দেয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এবং পুলিশের প্রতি অনুরোধ জানান চেকপোস্ট টি দৈনিক পরিচালনা করে মানুষের জানমালা নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়।
এন এ জেড বাংলাদেশ লিমিটেডের এডমিন আনিসুর রহমান জানান, এখানে একটি চেকপোস্ট ছিলো কে বা কারা টিন নিয়ে যায় এ নিয়ে একটি প্রতিবেদন দেখতে পাই, পরে এলাকাবাসী ও থানা পুলিশের সাথে যোগাযোগ করে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এ পথে চলাচলকারী এলাকাবাসী ও আমাদের শ্রমিকদের চিন্তা করে কম্পানির নিজ অর্থায়নে চেক পোষ্ট টি নির্মাণ করে দেয়া হচ্ছে। এবং আজ কালের বিতরে চেকপোস্টের কাজ সম্পূর্ণ হবে।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদের মুটোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।