সুজানগরে স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপ-লক্ষ্যে বর্ণা-ঢ্য র‍্যালি

এম এ আলিম রিপন,সুজানগর ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির) মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত তিন অঙ্গ সহযোগী সংগঠনের একটি জতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এই সংগঠনটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সুজানগর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু,সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মধু বিশ্বাস, যুগ্ন আহবায়ক কামাল হোসেন, ইউসুফ আলী খান টোকন, রানু বিশ্বাস, লোকমান হোসেন, দপ্তর সম্পাদক কোবাদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজাউদ্দিন সুজা, সদস্য সচিব মো: বিপুল প্রামানিক, স্বেচ্ছাসেবক দল নেতা রনাই প্রামানিক, রমজান মন্ডল ও হাসেম প্রামানিক প্রমূখ । সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন তার বক্তব্যে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দঁাড়ানোর অঙ্গীকার থেকে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এ সময় তিনি আরো বলেন,
প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবক দল শুধু জনগণের সেবায় নয়, বরং গণতান্ত্রিক আন্দোলন ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাবে বলেও জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *