তানোরে হ-ত্যাকান্ডে জ-ড়িত স-ন্দেহে সাবেক স্ত্রীসহ শশুর-শাশুড়ি আ-টক

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে সাবেক স্বামীকে হত্যা করে শয়নকক্ষের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগে সাবেক স্ত্রীসহ শশুর শাশুড়ীকে আটক করেছে থানা পুলিশ। ২১ আগস্ট বৃহস্পতিবার উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) চৌধুরী পাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম বেলাল হোসেন (৩০)। সে চৌধুরী পাড়া গ্রামের আব্দুল মতিনের পুত্র। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই গ্রামের সুলতান হোসেনের মেয়ে চাঁদনী বেগমের (৩০) সঙ্গে প্রায় ১২ বছর আগে বিয়ে হয় বেলাল হোসেনের। তাদের সংসারে জন্ম নেয় দুটি ছেলে সন্তান ও একটি মেয়ে সন্তান। কিন্তু তাদের মধ্যে পারিবারিক কলহ-বিবাদ লেগেই থাকতো। এমতাবস্থায় প্রায় দু’বছর পূর্বে আদালতের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এদিকে বিবাহ বিচ্ছেদের পরেও এখানো আদালতে খোরপোষের মামলা চলমান রয়েছে। অন্যদিকে নিহত যুবক বেলাল হোসেন দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত বেলাল হোসেন তার সন্তানদের দেখতে সাবেক শশুর বাড়িতে স্ত্রীর কাছে যান। এসময় স্ত্রী ও শশুর শাশুড়ীর সঙ্গে তার প্রচন্ড বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে বেলালের স্ত্রী ও শশুর শাশুড়ীরা বেলালকে ব্যাপকভাবে মারধর করে। এঘটনা বেলাল ফোন করে তার বন্ধুদেরকে জানান। কিন্তু সকালে লোকজন বেলালের শশুর বাড়িতে গিয়ে দেখতে পায় বেলাল শয়নকক্ষে ফ্যানের সঙ্গে শাড়ি পেচিয়ে ঝুলে আছে। এসময় লোকজনের দেয়া খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। উপস্থিত লোকজনের সামনে ফ্যান থেকে লাশ নামানো হলে লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। যার জন্য হত্যা সন্দেহে নিহত বেলালের সাবেক স্ত্রী ও শশুর-শাশুড়ীকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেয়া হয়। এবিষয়ে নিহত বেলাল হোসেনের পিতা আব্দুল মতিন বলেন, আমার ছেলেকে হত্যা করে তার সাবেক স্ত্রী ও শশুর শাশুড়ীরা তাদের ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। আমি হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। যাতে করে অন্যরা এমন জঘন্য কাজ করতে সাহস না পায়। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমি সহ সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করা হয়েছে, প্রাথমিকভাবে এঘটনাকে হত্যা বলে মনে হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *