August 21, 2025, 4:58 pm
এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা:
কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮ জন ভাতাভোগী সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গত ২০ আগস্ট আনসার ভিডিপি’র জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই বাইসাইকেল তুলে দেওয়া হয়। সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট উপপরিচালক মোঃ আশরাফুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বাইসাইকেল বিতরণের পাশাপাশি সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ এফতেখারুল ইসলাম। এ সময় আনসার-ভিডিপি’র জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বর্তমান সংগঠনের মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর তৃণমূল পর্যায়ের সদস্যদের দক্ষতা উন্নয়নে নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় এই বাইসাইকেল বিতরণ করা হয়। এর ফলে মাঠ পর্যায়ের কার্যক্রমে তথ্য সংগ্রহ ও যোগাযোগ ব্যবস্থায় সদস্যরা আরও দ্রুত এবং কার্যকরভাবে ভূমিকা রাখতে পারবেন।
বক্তারা বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকাসক্তি নির্মূল এবং সামাজিক অপরাধ দমনে আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকা অনস্বীকার্য। ভবিষ্যতে বাহিনীর এমন কার্যকরী পদক্ষেপ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। এই বাইসাইকেলগুলো বিতরণের ফলে তাদের দৈনন্দিন কার্যক্রমে গতিশীলতা আসবে এবং জনগণের সঙ্গে তাদের যোগাযোগ আরও সহজ হবে। এ সময় সংগঠনের জেলা ও উপজেলা পযায়ের উর্ধ্বতন, কর্মকর্তা কর্মচারী, ব্যাটালিয়ান সদস্য, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, ভাতা ভোগী সদস্য ও মিডিয়া কমী প্রমুখ উপস্থিত ছিলেন।