August 21, 2025, 4:57 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
গোপালগঞ্জে জামায়াতের মনোনীত প্রার্থী এ্যাড আজমল হোসেনের উঠান বৈ-ঠক ও মতবি-নিময় কোটালীপাড়ায় গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ওসি’র মতবি-নিময় সভা অনুষ্ঠিত কুমিল্লাতে ছি-তাইকারী স-ন্দেহে যুবককে পি-টিয়ে হ-ত্যা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সী-মান্তে ৪ বাংলাদেশী আ-টক ধামইরহাটে নারী শি-ক্ষার অন্যতম প্রতিষ্ঠান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মো. হানজালা তানোরে একতা যুব সংঘের উদ্যোগে বিলকুমারী বিলে মাছের পোনা অ-বমুক্ত হরিপুর সীমান্তে নারীও শিশুসহ ১৪ জন বাংলাদেশী ফে-রত দিল ভারত এন এ জেড বাংলাদেশের উদ্যোগে: পুলিশের চে-কপোস্ট নির্মাণ বিয়ের দা-বিতে দুই সন্তানের জননীর অন-শন,প্রেমিক উ-ধাও বাকৃবির যেকোনো সমস্যা পজেটিভ আর স্বচ্ছতার সাথে নি-রসন করতে প্র-শাসন ব-দ্ধপরিকর
জুলাই গ-ণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বি-তরণ

জুলাই গ-ণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বি-তরণ

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

আজ ২১শে আগস্ট রোজ বৃহস্পতিবার। ঝালকাঠির নলছিটির বি জি ইউনিয়ন একাডেমি বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে “বন্ধুত্বের উদারতা” ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যাগে “জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি” শিরোনামে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক ও উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ আরিফুল ইসলাম আকাশ এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব বদরুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নলছিটি ঝালকাঠি এবং সভাপতি বি জি ইউনিয়ন একাডেমি বাহাদুরপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলী হায়দার সিকদার, প্রধান শিক্ষক, বি জি ইউনিয়ন একাডেমি বাহাদুরপুর। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মাইনুল ইসলাম বাবুলসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি মো. জাহিদ হাসান। তিনি সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরে বলেন “আমাদের বন্ধুদের আড্ডা থেকেই আজ এই মানবিক সংগঠন ” বন্ধুত্বের উদারতা”, আমরা পড়াশোনার পাশাপাশি মানবেতর ব্যাক্তিদের নিয়ে কাজ করি। রক্তদান, বৃক্ষ রোপন, শীত বস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী বিতরণসহ আমরা নানাবিধ কো-কারিকুলার অ্যাকটিভিটিস কার্যক্রম করে থাকি”। প্রধান অতিথি জনাব বদরুল আমিন তিনি আয়োজিত অর্গানাইজেশনটিকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন “আমরা জুলাই কে হৃদয়ে ধারণ করি। প্রাক্তন শিক্ষার্থীদের এমন সংগঠন করা সত্যি অনেক প্রশংসনীয়”। তিনি আরো বলেন এমন মহৎ উদ্যোগ স্বচ্ছ মেধা মননের স্বাক্ষর। শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সভাপতি জনাব আলী হায়দার সিকদার বলেন ” এটা দারুণ উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিস থাকলে শিক্ষার্থীরা এক ঘেয়ামি হয়ে পড়ে না। রচনা প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীদের সৃজনশীল মেধার চর্চা হয়েছে”। এছাড়াও তিনি প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ নিরবতায় তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। এছাড়াও বক্তব্যও রাখেন আরেক শিক্ষাক জনাব গোপাল নট্ট।

আয়োজিত রচনা প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করে কৌষাণী বিশ্বাস, অষ্টম শ্রেণী, রোল নম্বর এক। দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ রাহাত হোসেন খান, শ্রেণী দশম, রোল নম্বর এক। তৃতীয় স্থান অধিকার করে সামিয়া ইসলাম, শ্রেণী অষ্টম, রোল নম্বর পাঁচ। বিজয়ী প্রথম তিন জনকে ক্রেচ ও বই, পরবর্তী দু’জনকে বই এবং অংশ গ্রহণ বাকি সবাইকে কলম দিয়ে পুরষ্কৃত করা হয়। বন্ধুত্বের উদারতা অর্গানাইজেশন থেকে উপস্থিত ছিলেন সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ইমন, সহ সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নাফিজ, দপ্তর সম্পাদক রিয়াজ হোসেন, প্রচার সম্পাদক লামিয়া আক্তার, সদস্য তুহিন মোল্লাসহ প্রমুখ সদস্যরা।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD