August 21, 2025, 5:07 pm
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমবায় সমিতির পরিচালক কৃষ্ণকান্ত দাসের দেয়া ফেসবুক স্ট্যাটাস নিয়ে ভুলবোঝাবুঝির অবসানে সমবায় সমিতির পরিচালক কৃষ্ণকান্ত দাসের সংবাদ সম্মেলন করেছে।
শনিবার সকাল ১২টায় স্বরূপকাঠি ক্লাবে সাংবাদিকের নিয়ে সংবাদ সম্মেলন করে ঐ ফেইসবুকে দেয়া স্ট্যাটাস প্রত্যাহার করেন।
সংবাদ সম্মেলনে কৃষ্ণকান্ত দাস জানান, আমার পরিচালিত সমিতিতে সদস্যদের টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে নিয়ে একটু সমস্যার কারনে ৪শতাংশ জমি বিক্রি করি। সেটা নিয়ে ক্রেতার সাথে একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় আমি ফেইসবুকে জমি দখল ও পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছিলাম যেটি নিয়ে একটি নিউজ প্রকাশ হয়েছিলো।
তিনি আরও বলেন, বর্তমানে তাদের মধ্যে কোনো বিরোধ নেই এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। সেইজবুকে দেয়া অভিযোগগুলো প্রত্যাহার করে নিয়েছি।
কৃষ্ণকান্ত দাস সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক গন্যমান্য ব্যাক্তিবর্গের কাছে উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়িয়ে চলার আশ্বাস দেন।
আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি ।।