August 20, 2025, 11:20 pm
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলা প্রকল্প কর্মকতৃা (পজীপ) সেলিম রেজাকে বদলিজনিত কারনে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বুধবার বিকাল ৪টায় এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এবং অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, বিদায়ী উপজেলা প্রকল্প কর্মকর্তা(পজীপ) সেলিম রেজা, উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন প্রমুখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সেলিম রেজা সুজানগর উপজেলায় চাকরি করাকালীন সময়কালে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেন এবং সরকারের নির্দেশনা পালনে ছিলেন একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ। তিনি শুধু জনপ্রতিনিধি নন, সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচারণ করতেন। যে কেউ তার এই উদারতায় তাকে শ্রদ্ধা করতেন। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে একজন সজ্জন,পরোপকারি ব্যক্তি হিসেবেও পরিচিত ছিলেন। বিদায়ী বক্তব্যে উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সেলিম রেজা বলেন, আমার কর্মজীবনে সেরা সঞ্চয় হিসেবে পেয়েছি এই সুজানগর উপজেলার মানুষের ভালবাসা। সুজানগর উপজেলার মানুষ খুবই আন্তরিক। ফলে উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ কাজ করতে পেরেছি। কতুটুকু পেরেছি বলতে পারব না,তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন, সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন তিনি। বিদায় অনুষ্ঠানের শেষাংশে উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সেলিম রেজাকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, সুজানগর উপজেলা থেকে রাজবাড়ী সদর উপজেলার প্রকল্প কর্মকর্তা (পজীপ) হিসেবে বদলি হয়েছেন সেলিম রেজা।