নিশ্চিন্তপুর কবরস্থানে চি-রনিদ্রায় শা-য়িত হলেন ব্যাংক কর্মকর্তা ইসমাইল হোসেন

এম এ আলিম রিপন,সুজানগর ঃ অগ্রণী ব্যাংক লিমিটেড এর জিএম(অবসরপ্রাপ্ত) ও পাবনার সুজানগর উপজেলার কৃতি সন্তান এস এম ইসমাইল হোসেন আর নেই। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে আত্মীয়স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এবং তার মরদেহ ঢাকা থেকে নিজ বাড়ি সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কুড়িপাড়া পৌঁছালে এক নজর দেখার জন্য ভিড় জমায় অসংখ্য মানুষ।
অগ্রণী ব্যাংক লিমিটেড এর জিএম(অবসরপ্রাপ্ত) এস এম ইসমাইল হোসেন দৈনিক যুগান্তরের সার্কুলেশন ম্যানেজার সাইদুল হকের আপন বড় ভাই।
এদিকে বুধবার সকাল ১০টায় সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কুড়িপাড়া দাখিল মাদ্রাসা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় সাতবাড়িয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শওকত আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী টুকু,উপজেলা পাওয়ারলুম মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রোকন, জামায়াত নেতা তবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রকিবুল ইসলাম জনি, দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, তথা সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে ইসমাইল হোসেনের বর্ণাঢ্য জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন স্থানীয় ব্যক্তিবর্গ ।
বক্তারা স্মৃতিচারণ ছাড়াও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জানাজা নামাজের ইমামতি করেন নিশ্চিন্তিপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুজ্জামান। পরে স্থানীয় নিশ্চিন্তপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এম এ আলিম রিপন
সুজানগর উপজেলা প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *