August 20, 2025, 11:02 pm
বানারীপাড়া প্রতিনিধি।।
বরিশালের বানারীপাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে বুধবার (২০ আগস্ট) সকালে মাহমুদিয়া মাদ্রাসার মাঠ থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বানারীপাড়া পৌর শহরে অবস্থিত মাহমুদিয়া মাদ্রাসা মাঠে এসে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ আহমেদ মৃধা,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম,সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েল,উপজেলা সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন,পৌর সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন,ফারুক হোসেন মল্লিক,পৌর যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল রেজা,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম,সদস্য সচিব মোঃ তাওহীদুল ইসলাম।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ তপনের সঞ্চালনায় বিজয় মিছিল ও আনন্দ সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে আলোচনা করেন এবং সংগঠনের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন। বক্তারা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সকল সদস্যকে একসাথে কাজ করার আহ্বান জানান।