August 20, 2025, 11:00 pm
আনোয়ার হোসেন,
নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো: নুরুল ইসলাম বিপ্লব বলেছেন, দেশ নায়ক জনাব তারেক রহমানের আধুনিক ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল ধারাবাহিক কর্মযজ্ঞ করছে। আমরা যা করছি তা মিডিয়ার মাধ্যমে তারেক রহমান সাহেব দেখছেন,এ্যানালাইস করছেন। একমাত্র সাংবাদিকরাই পারে একটা সংগঠনকে অনেক উচুতে তুলতে আবার চাইলে পচাইতেও পারেন। তাই সাংবাদিকদের সহযোগীতা এবং তারেক রহমানে সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনে আমাদের যে চেষ্টা চলছে দু’টো একত্র হলেই আমরা লক্ষ্যে পৌছে যেতে পারব।
গতকাল বুধবার দুপুরে সেচ্ছাসেবকদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেছারাবাদে পরিস্কার পরিচ্ছন্নতস ও বৃক্ষরোপন অভিযান কর্মসূচী শেষে সাংবাদিকদের সামনে তিনি কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা ধারাবাহিকভাবে দেশের প্রত্যেকটা হাসপাতালের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করছি। জলবায়ু পরিবর্তনের দিক দিয়ে পৃথিবীতে যতগুলো দেশ আছে বাংলাদেশ চরমভাবাপন্ন দেশ। আর এই চরমভাবাপন্ন থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গ্রিনহাউস গ্যাস রোধ করা। এই গ্রীনহাউজ গ্যাস রোধকল্পে আমাদের স্বেচ্ছাসেবকদল সারাদেশে ইতিমধ্য ৫ লক্ষ গাছের চাড়া রোপণ করেছে। চলতি বর্ষাকাল পর্যন্ত আমাদের গাছের চারা রোপন চলবে। পাশাপাশি দেশের প্রতিটি হাসপাতালের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। কারন আগামীর সাম্য, মানবিক ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার তারেক রহমান সাহেবের যে ভাবনা, চিন্তা আমরা স্বেচ্ছাসেবক দল সেই ভাবনা চিন্তা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি।
এরপূর্বে দিবসটি উপলক্ষে সকালে উপজেলার স্বরূপকাঠি পৌরসভা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেষ হয়।
নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তপু রায়হানের সভাপতিত্বে আরো বক্তব্যে রাখেন, পিরোজপুর সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক মো. নেছার শেখ, মো. আজীজুল হক নবীন, মো. রুহুল আমীন শাহীন, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মহসিন মিয়া, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম মিজান, সদস্য সচিব মো. আল মামুন ভূঁইয়া প্রমুখ।