August 20, 2025, 11:00 pm
এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা।।
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’-এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান-২৫ শুরু করেছে হবিগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশনা মোতাবেক এবং সিলেট রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালকের ব্যবস্থাপনায় এই মহতী উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি, শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর আনসার ও ভিডিপি বহুমুখী ক্লাব-সমিতিতে একটি লিচুগাছের চারা রোপণের মাধ্যমে অভিযানের শুভ উদ্বোধন করেন। এরপর তিনি আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার পাশে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে তিনি উপস্থিত সদস্য-সদস্যাদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় হবিগঞ্জ জেলার নয়টি উপজেলায় মোট ৪৫০টি চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, তেমনি জীববৈচিত্র্য সংরক্ষণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিবেশ সুরক্ষার পাশাপাশি এটি একটি উজ্জ্বল সামাজিক দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে। বৃক্ষরোপণ অভিযান-২০২৫ শুধু একটি পরিবেশগত কার্যক্রম নয়, বরং এটি একটি মহৎ সামাজিক আন্দোলন। একটি সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ বাংলাদেশ গড়ার এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ। এ সময় সংগঠনের হবিগঞ্জ জেলা ও উপজেলার উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, আনসার কোম্পানি কমান্ডার, মহিলা টিআই, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, গন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণির মানুষ, সুবিধা ভোগী সদস্য, ব্যাটালিয়ান আনসার, ভিডিপি সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।