August 20, 2025, 10:00 pm
বাবুগঞ্জ প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা>>>>
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বরিশালের বাবুগঞ্জে। আজ বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলার বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানের অংশ হিসেবে আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক কামরুল হাসান সোহাগ।
আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সোহাগ, জাকির হোসেন, শাহাদাত ফরাজি, এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলের সকল নেতাকর্মীরা।