August 20, 2025, 10:00 pm
হারুন অর রশিদ,
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাতক-দোয়ারাবাজার সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ দোহালিয়া বাজার আজাদ ব্রাদার্স এন্ড টাওয়ার থেকে ভূমি অফিস পয়েন্টে পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দ ও গর্ত হয়ে জনদুর্ভোগে ছিল স্থানীয় বাসিন্দারা। জন-প্রতিনিধি ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিশেষ বরাদ্দে দোহালিয়া পয়েন্টটির সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ও সংস্কার কাজের সভাপতি মো. সুনুর মিয়া বলেন, দীর্ঘদিন যাবত রাস্তাটি খানাখন্দের কারণে জনদূর্ভোগ লেগে থাকতো। দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম (শামিম) ও স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) বিশেষ বরাদ্দে রাস্তাটি সংস্কার করতে পেরে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
দোয়ারাবাজার উপজেলা দক্ষিণের সাবেক আমির দেলোয়ার হোসেন বলেন, রাস্তাটি বড় বড় গর্ত ও খানাখন্দেে পরিনত ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের বরাদ্দে ও ইউপি সদস্য সুনুর মিয়ার অক্লান্ত পরিশ্রমে সড়কটি সংস্কার হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ। সেই সাথে প্রগতী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর রাস্তাটি ও মেরামত করা প্রয়োজন। শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া আসা কষ্ট পোহাতে হচ্ছে।
প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ প্রগতি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ”র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর হোসেন মোঃ আব্দুল্লাহ জনগুরুত্বপূর্ণ ছাতক দোয়ারাবাজার সড়কের দোহালিয়া বাজার সড়কটি সংস্কার হওয়ায় সংশ্লিষ্ট কতৃপক্ষের সবাইকে ধন্যবাদ জানান।
এছাড়াও প্রগতি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের রাস্তাটি জরুরি ভাবে মেরামত করা হলে কুমল মতি শিক্ষার্থীরা যাতায়াতে কষ্ট লাঘব হবে।
উপজেলা যুবদল নেতা হামদু মিয়া বলেন,
দীর্ঘদিনের খানাখন্দ গর্ত ভরা দোহালিয়া ভূমি অফিস সংলগ্ন রাস্তাটি সংস্কার হওয়ায় ইউপি সদস্য সুনুর মিয়া, চেয়ারম্যান শামীমুল ইসলাম শামিম সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, সড়কটি গুরুত্বপূর্ণ হওয়ায় এবং স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বরাদ্দ দেওয়া হয়েছে। কাজটি সম্পন্ন হওয়ায় এলাকাবাসী উপকৃত হবে।
সম্প্রতি সংস্কার কাজ শেষ হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) তত্ত্বাবধানে বিশেষ তহবিল থেকে এই বরাদ্দ দেওয়ায় এবং দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।