August 20, 2025, 11:45 pm
মোঃমিজানুর রহমান, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। (২০ আগস্ট) বুধবার সকালে উপজেলার ডাকবাংলো মাঠে দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম বেপারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র গণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় নেতা তালুকদার খোকন এর নেতৃত্বে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফজলুল হক বেপারী,সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মুন্সী,উপজেলা যুবদল নেতা সিকদার মোঃ মামুন,উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ মোশারফ হোসেন,উপজেলা যুবদল নেতা জসিমউদ্দিনসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।