লিটন মাহমুদ,
মুন্সীগঞ্জ প্রতিনিধি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর সেতুর টোল প্লাজায় দায়িত্বরত সিকিউরিটি গার্ড আব্দুল হাসেমকে (৫৫) প্রকাশ্যে মারধর ও পেটানোর ঘটনায় দুই যুবকের নামোল্লেখসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
গতকাল ১৮ই আগস্ট সোমবার রাত ৮টার দিকে সদর থানায় বাদী হয়ে সরকারি কাজে বাঁধাদান ও মারধরের অভিযোগে ভুক্তভোগী নিজেই মামলাটি দায়ের করেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম মামলার তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় শহরের উত্তর ইসলামপুর এলাকার মিনহাজ উদ্দিনকে (২৮) প্রধান আসামি ও দ্বিতীয় আসামি করা হয়েছে পাপ্পু নামের আরেক যুবককে। অজ্ঞাত আসামি আরও ৪-৫ জন।
মামলার এজাহার ও বাদীর সাথে কথা বললে তিনি অভিযোগ করে বলেন, গতকাল রোববার (১৭ আগস্ট) সকাল ৮টায় আমি ডিউটিতে যাই। সকাল ১১টার দিকে টোলপ্লাজায় মুন্সিগঞ্জগামী বুথে সিগন্যাল দেয়ার সময় ওই দুই আসামি তাদের মোটরসাইকেল নিয়ে আগে যেতে চাইলে আমি তাদের সিরিয়ালে থেকে নিয়মমাফিক টোল দিতে বললে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে হুমকি-ধামকি দিয়ে টোল প্লাজা থেকে চলে যায়।
সিকিউরিটি গার্ড আব্দুল হাসেম বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে একইদিন বেলা সাড়ে ১১টার দিকে ওই দুই যুবকসহ আরও ৪-৫ জন টোলপ্লাজায় এসে আমাকে নিচে ফেলে বেধম মারধর করে এবং একপর্যায়ে টোলপ্লাজার সামনে থাকা লাঠি সদৃশ বস্তু দিয়ে আমাকে মারধর করে। পরে আমি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই।
তিনি আক্ষেপ করে বলেন, ‘আমার হাতে ৫টি সেলাই পড়েছে। আমার সারা শরীরে এখনো ব্যাথা। আমার নাতির বয়সী ছেলেগুলো- তাদের মন থেকে কি মায়া-দয়া উঠে গেছে? এভাবে তারা আমাকে ফেলে মারধর করলো তাতেও শান্তি না হয়ে শেষ পর্যন্ত আমাকে পিটালো?’
Leave a Reply