August 19, 2025, 8:00 pm
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।
বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন চৌহুতপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তা থেকে চিহ্নিত মাদক কারবারি সোহেল হাওলাদার সাজু (৩০) কে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত সোহেল হাওলাদার মৃত জব্বার হাওলাদারের পুত্র এবং মাছুমা বেগমের সন্তান। তার বাড়ি কুদঘাটা, এয়ারপোর্ট, বরিশালে। এ সময় পুলিশ তার হেফাজত থেকে পলিথিনে মোড়ানো মোট ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এর আগেও ৩টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মাদক মামলা, একটি চুরি মামলা এবং একটি ধর্ষণ মামলা আদালতে বিচারাধীন।