August 18, 2025, 6:34 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
সুজানগর বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের ব-হিষ্কারাদেশ প্র-ত্যাহারের দাবিতে বিশাল গ-ণমিছিল

সুজানগর বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের ব-হিষ্কারাদেশ প্র-ত্যাহারের দাবিতে বিশাল গ-ণমিছিল

এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে সুজানগরে বিশাল গণ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ব্যানারে সর্বস্তরের অসংখ্য নারী-পুরুষ ও দলীয় নেতাকর্মীর অংশগ্রহণে বের হওয়া গণমিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্সিণ করে পোড়াডাঙ্গা বাজার চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় গণমিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে শেখ আব্দুর রউফ ভাইয়ের বহিষ্কার নয়, স্বীকৃতি চাই’, ‘আমরা রউফ ভাইয়ের পাশে, সত্যের পাশে’, ‘রউফ ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘রউফ ভাই দলের পরীক্ষিত নেতা, তার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই’এমন লেখা সম্বলিত প্লেকার্ড দেখা যায়।
পরে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন শফিউল্লাহ মণি, খন্দকার গোলাম আযম, গোলাম মোর্তজা, ইয়াকুব আলী, হাবিবুর রহমান হাবিব,মাহমুদুর রহমান,কামরুল ইসলাম, মজিবর ,আলাউদ্দিন আলাল,আবুল কালাম, সাফা,আলী আকবর ,মণিরুজ্জামান মান্নান, আব্দুল মালেক,মুক্তার শেখ,শরিফুল ইসলাম,তোরাপ আলী, আব্দুল মজিদ মন্ডল, আব্দুর রাজ্জাক রাজা , এস এম রাজা,মানিক,আসলাম সরদার,আলামিন শেখ ও পিকে সাব্বির প্রমুখ ।
সমাবেশে নেতাকর্মীরা দাবি করেন, কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে দলের ত্যাগী ও পরীক্ষিত এবং জনপ্রিয় নেতা সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখআব্দুর রউফকে বহিষ্কার করা হয়েছে। তারা বলেন, শেখ আব্দুর রউফ আন্দোলন-সংগ্রামে বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন। তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের সুসংগঠিত করে দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নেতাকর্মীরা তার বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান এবং এ দাবি না মানা হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরো বলেন, ষড়যন্ত্র করে কখনো নেতৃত্বকে মুছে ফেলা যায় না। বিএনপি নেতা শেখ আব্দুর রউফ রাজপথের লড়াকু সৈনিক, দুঃসময়ের পরীক্ষিত জাতীয়তাবাদী নেতা, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত নিবেদিতপ্রাণ একজন জননেতা। শেখ আব্দুর রউফ তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ১৯৮৮ সালে তাঁতীবন্দ ইউনিয়ন ছাত্রদলের সদস্য,১৯৯০ সালে সুজানগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও এরপর উপজেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক, ১৯৯৪ সালে উপজেলা ছাত্রদলের ৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যতম সদস্য, ১৯৯৬ সালে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে একই বছরের মে মাসে পুলিশের হাতে গ্রেফতার হয়ে ৫৭ মাস কারাগারে বন্দি থাকেন। এরপর ২০০৫ সালে উপজেলার তাঁতিবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন, ২০০৯ সালে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এবং পরে সাংগঠনিক সম্পাদক, ২০১১ সালে পূণরায় বিপুল ভোটে তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন, ২০১২ সালে জেলা বিএনপির অন্যতম সদস্য, ২০১৬ সালে সুজানগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ ২০২২ সালে উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে শেখ আব্দুর রউফ সফলতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন। শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ বলবৎ রাখলে দলটির কার্যক্রম স্থবির হয়ে পড়বে। তাই তারা বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে মাঠ পর্যায়ে সুষ্ঠু তদন্ত করে পুনর্বিবেচনা করে শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করার বিনীত অনুরোধ জানান।
প্রসঙ্গত, গত ৯ জুলাই সুজানগর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অপর পক্ষের লোকজন শেখ আব্দুর রউফকে কুপিয়ে জখম করে। এরপরদিন আবার শেখ আব্দুর রউফকেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কার করা হয়।

এম এ আলিম রিপন
সুজানগর পাবনা

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD