August 18, 2025, 2:08 pm
কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ পালিত হয়েছে।
মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার (১৮ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদের পদ্ম পুকুরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সকলকে সাথে নিয়ে বিভিন্ন দেশীয় প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করেন।
পরে “অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে সকল শ্রেণি- পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এরপর জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সারোয়ার হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আঃ কাদের সরদার, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী প্রমূখ।
এ সময় জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক রমেশ কুমার পাল, জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ, গোপালগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রতন কুমার সাহা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস, মেরিন ফিশারিজ অফিসার মোঃ মফিজুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইয়্যেদুল ইসলাম ভূইয়া সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।