জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে গৌরনদীতে র‍্যালি , পোনা অব-মুক্ত ও আলোচনা স-ভা অনুষ্ঠিত

‎ গৌরনদী প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে সোমবার সকালে বর্ণাঢ্য র্যা লী, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা এবং সেরা মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে দেশি প্রজাতির মাছের পোনা অবমুক্তের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
‎‎”অভয় আশ্রম গড়ে তুলি—দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনী দিনে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এক বর্ণাঢ্য র্যা লী বের করা হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। ‎র্যা লী শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ। ‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ । ‎আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে অভয়াশ্রম গঠন এবং প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ অত্যন্ত জরুরি। দেশীয় মাছের বিলুপ্তি ঠেকাতে জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মৎস্য আইন বাস্তবায়ন ও আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। ‎সভা শেষে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গৌরনদী উপজেলার বেশ কয়েকজন সফল মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়। ‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন “মৎস্য সম্পদ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ খাত। অভয়াশ্রম গঠন, পোনা অবমুক্তকরণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশীয় মাছ সংরক্ষণে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। মৎস্যচাষিকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখবে।”‎সারা দেশে একযোগে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫, যা চলবে ২৪ আগস্ট পর্যন্ত। এরই অংশ হিসেবে গৌরনদী উপজেলার এই কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *